কেন জানি আজ ছন্নছাড়া
হয়ে গেল সকলে
জগৎটা নিঃস্ব হয়ে গেল
করোনার কবলে।
দিচ্ছে হানা মরছে মানুষ
যায় না দেখা চোখে
দয়া মায়া নেই করছে আঘাত
বুকে নাকে মুখে।
যায়না দেখা দ্রুত গতি
শক্তি ভয়াবহ
বিনা বাধা আঘাত হানে
নাই তার মোহ।
দুনিয়াতে সকল মানুষ ভয়ে
নিদ্রাবিহীন রাত
করছে আঘাত সবার বুকে
অদৃশ্য এক হাত।
পৃথিবীর বুকে চিকিৎসা নেই
করোনা ভাইরাস
কোথায় থাকে জানিনা আমরা
অজ্ঞাতে বসবাস।
ঔষধ নেই দেখি আমরা শুধু
মানুষ গুলো মরে
নিঃশ্বাসের সাথে মিশে গিয়ে
ছোবল মেরে ধরে।
পাশে পাবেনা আপনজ তুমি
রবে শুধু হাহাকার
কাউকে ছাড়ে না মারছে ওরা
করোনাতে ডাক্তার।
অদৃশ্য শক্তি ভেঙেছে তারা
বন্দী মানুষ সকল
মহামারী করোনা করেছে আজ
পৃথিবী দখল।
অসাধারণ সুন্দর প্রকাশ।। চমৎকার সুন্দর নিবেদন।। ভালো লাগলো খুব।।বেদনা বিধুর বৈশাখী শুভেচ্ছা রইল পরম শ্রদ্ধেয় কবি।। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এই কামনা করি।।
কবি,মানবতাবাদী অদম্য শক্তি,খুবই ভাল।
একেবারে যথার্থ বলেছেন প্রিয় কবি
দিকে দিকে শুধু হাহাকার এর ছবি
শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর
শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন রইল
ঘরে থাকুন সুস্থ থাকুন।
নীল নীল নীলাকার নিখিলেই নীল
বিষ ভরা বাতাসে গতিরোধে সিল ।
তবুও রাধা যে পাগল নীলরতনে
মধুবনে নীলপাখি ডাকে গোপনে ।
খুব মন মাতিয়ে ছন্দ দোলায় লিখে গেলে কাব্য ।
একরাশ ভালবাসা জানালাম, ভালো থেকো ।
এই অদৃশ্য অশুভ শক্তি আমরা অবশ্যই পরাজিত করব।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
দারুন লেখনী!
খুব ভালো লেগেছে,
অনেক অনেক শুভকামনা রইলো কবির জন্য 😍😍