শীতের হাওয়া লাগল গায়ে
আনন্দে আমার মনটা নাচে।
সকালের রোদ মাখবো গায়ে
দাদুর সাথে গল্প নাচে।


খাব আমি পিঠা গুলি
মায়ের হাতে গরম পুলি।
দিবে মায়ের আদেশ বুলি
পারবনা খেতে আর হাত তুলি।


খেজুর রসে ভারি মজা
ভুলতে না আমি পারি।
হাড়ি বাঁধতে ভারি মজা
কাটার আঘাত কে ভুলতে পারি।


সকালটা থাকবে ঢাকা  কুয়াশাতে
খেলব আমরা লুকোচুরি।
প্রকৃতির এই শীতের হাওয়াতে
সূর্য মামা খেলবে লুকোচুরি।