জগৎ জুড়ে মানব এখন  
কঠিন রোগে ক্ষতবিক্ষত,
দুর্বলের উপর সবলের জুলুম
অন্যায় আজ জর্জরিত।


প্রকৃতি দেখো থমকে গেছে
জগৎ জুড়ে নীরবতা,
চারোদিকে মানুষের কান্না
আজ মানুষ নিঃসঙ্গতা।


নাই হাসি নাই খেলা
নাই সুস্থ জীবন,
চেনা পথও অচেনা লাগে
এই বুঝি হবে মরণ


বাতাসের মাঝে মিশে যাচ্ছে
স্বজন হারানো কান্না,
কিছু মানুষ স্বার্থের জন্য
করছে দেখো রান্না।


আসবে কবে জগৎতের মাঝে
হাসি খুশি জীবন,
প্রাণ ভরে নিঃশ্বাস নিবে
পরিবর্তন হবে ভুবন।