গরিব মানুষের কি অবস্থা
দেখো তোমরা গিয়ে।
নুন আনতে পান্তা ফুরায়
সংসার চলবে কি দিয়ে।


পেটের জ্বালা কেমনে  মিটাবো
হচ্ছি জড়োসড়ো
ক্ষুধার জ্বালা চেয়ে  এখন
হাত ধোয়া বড়।


সাবান নিয়ে সবাই যখন
করছে কাড়াকাড়ি
দোকান থেকে চাল নিয়ে
যাচ্ছি আমি বাড়ি।


টাকার জোরে খাবার মজুদ
রেখেছ ভুরিভুরি
খিদের জ্বালায় তখন আমরা
রাস্তায় রাস্তায় ঘুরি।


দ্রব্য মূল্য নাগালের বাহিরে
হয়নি কিছু কেনা
গরিব মানুষ বাঁচবে কি করে
কাজকর্ম বিনা।


করোনা তোমরা আর মেরো না
আমরা গরীব দুঃখী
দুঃখ যাদের জীবন গড়া
হয়নি কভু  সুখী।