তোমার সাথে আমার দেখা
বসন্তের মাসে
দিয়েছিলে একটি গোলাপ
মিষ্টি করে হেসে।


অবাক হয়ে তাকিয়ে ছিলাম
তখন আমি তরূ
এগিয়ে দিলাম কম্পিত হাত
বুক করে দুরু।


কাঁপতে ছিলাম থরথর করে
বন্ধ হবে শ্বাস
সেদিন থেকে হৃদয়ের মাঝে
তোমার বসবাস।


দিয়েছিলে প্রেমের চুম্বন
ঠোঁটের মধ্যে ধীরে
মনে হয় হারিয়ে গেলাম
প্রেম নদীর তীরে।


ঠোটের নিচে কালো  তিল
দুই গালে টোল
বসে ছিলাম পাশে তোমার
হারিয়ে ছিলে দুল।


রয়েছে কত মধুর স্মৃতি
মনে রাখি ধরে
  গায়ের বকুল গোলাপ পলাশ
সব মনে পড়ে


হঠাৎ যেন এলো এবার
কালবৈশাখী ঝড়
লন্ডভন্ড করে দিল সে
আমার তাসের ঘর।



এখন আমার বয়স হয়েছে
একলা থাকি ঘরে
রাত দিন জেগে কাটাই
তুমি আসবে তোরে।


বকুল ফুলের সুবাস যেন
আর আসেনা ঘরে
আজও কি তোমার দুটি গালে
টোল পড়ে।


তোমার দেওয়া শেষ চিঠি
হাতের কাছে আনি
পড়তে পারি না চিঠি আজ
পড়ছে দুচোখে সানি।