খোকন শোনা ডাকছে আমায়
যাবো তারাতাড়ি,
নদীর মাঝে মাছের ভাটা
পেতে হবে গাড়ি।


নদীর মাঝে মানুষের ভীর
খুশিতে সে নাচে,
মনটা দুলে সবার মাঝে
মাছ ধর তালে তালে।


বাবার সাথে নদীর জলে
চলে হেলে দুলে,
বোয়াল মাছে নাচে দেখো
গানের সুর যে তুলে।


মাছ কে ধরে খালই ভরে
বাবা সাথে নিয়ে,
মিষ্টি সুরে মাঝির গানটি
যায় যে দোলা  দিয়ে।


দিনের শেষে মাছ কে নিয়ে
যাবে মামা বাড়ি,
কাদা মেখে খোকন সোনা
চলে মামার ঘরে।