খোকন সোনা বায়না ধরে
গ্রামের বাড়ি যায়
গ্রীষ্মকালে গ্রামের বাড়ি
কত কিছু পায়।
আম জাম কাঁঠাল আছে
কত ফল আর
গাছে গাছে ফল পাকা
অপূর্ব সৌন্দর্য তার।
কত রঙের ফল পাবি
আনারস আর পেঁপে
এত ফলের মাঝে তুই
পা ফেলবি মেপে।
নদীর পাড়ে বসে দেখবি
কত রঙের খেলনা
গাছ থেকে লাফ দিবে
খুশিতে তুই আটখানা।
বিলের মাঝে বোয়াল আছে
আরো আছে মাগুর
জলাশয় ভর্তি মাছ আছে
আরো আছে টেংরা।
সেথায় আছে আমার মা
আদর পাবি বেশি
মায়ের কাছে গল্প শুনবি
থাকবি সর্বদায় খুশি।
চমৎকার ছড়া কবিতা উপহার দিলেন প্রিয় কবি
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা
ভালো থাকুন সবসময়।
বড় সুন্দর উপস্থাপনা।
খুব সাবধানে থাকুন প্রিয় কবিবর।
প্রকৃতির পরশে অপূর্ব সুন্দর ছড়া কবিতা। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
চমৎকার শিশুতোষ ছড়া কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।
besh besh!! darun laglo.
দারুন হয়েছে 🙏 কবি