আমি একদিন চলে যাব
মায়াবী পৃথিবী ছেড়ে
কাঁদবে আত্মীয়-স্বজন যারা
বাবা-মা পরে।


অন্ধের মুহে করেছি পাপ
ছিল সুখের আশ্বাস
মৃত্যুর পর বলবে সবাই
হল তার সর্বনাশ।


মৃত্যুকে যারা ভয় করে
ঈমান তাদের হৃদয়
মৃত্যুকে যে ভয় করে না
পাপ তো সেই করে।


খারাপ কাজ করেছি মোরা
কত ফন্দি করে
মিষ্টি মধুর কথা বলে
মনকে বন্দি করি।


নামাজ-রোজা ভুলে গেছি
রঙিন মায়ায় পড়ে
মৃত্যু একদিন হবে তোমার
বুঝবে পথ হারিয়ে।


কত মানুষ এই পৃথিবীতে
নামাজ পড়ার নাই
রাস্তা ঘাটে মেয়েদের সাথে
নোংরামি করে যাই।


মৃত্যু একদিন আসবে সবার
সময়ে পথ চেনো
ঐই পারেতে সুখ চিন্তা ভাবনায়
তাই তুমি জানো।


দশে যাকে ভালো জানে
আল্লাহ ভালো বলে
ভালো কাজ করে যাও
লোকে বলবে  ভালো।