কলম আমি সত্যের পথে
শক্ত হাতিয়ার,
অন্যায়ের বিরুদ্ধে ঝড় তুলবো  
আমার অঙ্গীকার।


অপরাধী কেউ পার পাবে না
কলমে হবে প্রকাশ,
অপরাধী তুমি চেপে যাও
নেইতো অবকাশ।


কলম আমি অন্যায়ের বিরুদ্ধে
করে যাবো লড়াই,
হয়তো হারবো নয়তো জিতব
হবেনা কোন বড়াই।


চলার পথে বাঁধা আসবেই
চলা হবে না সোজা,
শত বাঁধা আসলে পরে
হবে তোমায় খোঁজা।


ইতিহাসের পাতা পড়ে দেখো
কলমের শক্তি চলে,
কলমের খোঁচায় মানুষ দেখো
মাপ পায়না অন্তরালে।