কি বলিব দুখের কথা
চিন্তায় কাটে রাতে,
অশ্রু জলে বুক ভেসে যায়
বালিশ আমার সাথে।


আশায় আমি বুক বেঁধেছি
ছেলেটি কে নিয়ে,
কষ্ট আমার সফল হবে
ছেলেটি কে দিয়ে।


ধনসম্পদ দিয়েছি আমি
ছেলের পড়ার খাতে,
বাবা-মাকে রাখবে সুখে
বলে দিনে রাতে।


ছেলে এখন চাকরি করে
বাবা-মার সান্ত্বনা,
ভাতের জন্য তাদের এখন
সইতে হয় লাঞ্ছনা।


কতো স্বপ্ন আঁকা ছিলো
আমার ছোট্ট মনে,
পরাজিতো সৈনিক আমি
বলে জনে জনে।