পূর্বের আকাশে সূর্যো দয়ের
নতুন দিগন্ত।
প্রখর রৌদ্রের পথিক আমি
হয়েছি ক্লান্ত।


আজও তোমাকে পথিক বেশে
খুঁজে চলেছি
আমি তোমাকে শুধু  ভালোবাসি
কতবার বলেছি।


চাঁদনী রাতে মিষ্টি আলোয় আজও
খুঁজি তোমায় নিরন্তর।
সবুজ ঘাসের শিশির বিন্দু জানে
তুমি আমার অন্তর।


নতুন অধ্যায় রচনা করে
খুঁজি সবুজ প্রান্তরে।
খুঁজে বেড়ায় দূর দিগন্তের  
মাঠে তেপান্তরে।


হৃদয়ের সংস্পর্শে ইচ্ছে গুলো
খুঁজে চলে তোমারে।
বর্ণালী রূপ দেখার অপেক্ষায়
সময়ের বিস্তারে।


উৎফুল্ল বসন্তের উজ্জ্বল হাসি
তোমার বরণ করবে।
কৃষ্ণ চূড়ার রঙ্গিন সাজে
রাঙিয়ে দিয়ে যাবে।


কোথায় হারিয়ে গেলে তুমি
মনে পড়ে না আমারে?
ঘরে আমার মন বসে না
তুমি থেকো না দুরে।