কিরে  বাপু শীতে কাবো
এবার  পৌষে মাঘে,
বড়ো দাদা বলে গেল
  মাঘের ভয়ে বাঘে।


রাস্তা ঘাট  ডেকে দিয়াছে
মাঘের  হীম কুয়াশা,
মাঘের শীতে দাদু দিদার
এবার করুণ দশা।


হারিয়ে  গেছে বোধ শক্তি
তিব্র শীতের চোটে।
এখন শুধু লেগে আছে
ঠক ঠকানি ঠোঁটে।


পৌষের শীতে খোকা-খুকি
এবার কোথায় যাবে,
খড়কুটা যে  ভিজে আছে
  উষ্ণ কোথায় পাবে।


অনাথ শিশু এবার শীতে
খুঁজে চলে  বাসা,
মাঘের শীত কে খোকা বলে
তুই যে বড়ো পাষা।