মাটি থেকে সৃষ্টি মানুষ
মাটিতে হবে শেষ,
হিসাব কষে চল মানুষ
দেহ হবে নিঃশেষ।


অহংকার আসলে তোমার মনে
মাটিতে দেও দৃষ্টি,
মাটি যে তোমায় ডাকছে ভাই
মাটিতে তুমি সৃষ্টি।


মরণের কথা স্মরণ করো
করবেনা তুমি পাপ,
দুই কালে শান্তি চাইলে
চেয়ে নাও তুমি মাপ।


মাটি পবিত্র মাটি খাঁটি
মাটি খাদ্য জোগায়,
মাটি থেকে শিক্ষা নাও
মানুষ কেন ভোগায়।


মাটির সাথে মিশে যাবে
নেমে আসবে আঁধার,
হিসাব তোমায় দিতে হবে
মানুষ তোমার আবার।