এই মায়াবী মিথিলা
রূপে তোমার ঝলকানি।
চুপি চুপি কাছে এসে
করলে তোমার সঙ্গী।


হাসলে তুমি চাঁদ ঝরে
কাঁদলে পরে ফোটে ফুল।
লজ্জাতে লাল মুখটা
কোমল কালো চুল।


হরিণীর মত চাহনি
খোপায় গাথা ফুল।
কথা যদি বলো তুমি
ঝরে হাসির বৃষ্টি।


তুমি হেঁটে চলো যখন
নূপুরের ছন্দের তালে
আনন্দে  মনটা নাচে
হয়ে গেছি বেতাল।


তোমার মায়া ভরা মুখটা
আমার হৃদয়ে ভাসে
ইচ্ছে করে আমার
তোমায় আরো ভালোবাসি।