আমার যেতে ইচ্ছা করে 
ছোট্ট সোনার গ্রায়
সেই খানের কত স্মৃতি
আমাকে কাঁদায়।

বাবা সাথে মাঠে যেতে 
হত কথন
দুঃখ সুখের কথা বলতেন
বাবা তখন ।

এই মাটির গন্ধ সাথে
বেড়ে ওঠা 
এই মাটিকে ভালবেসে পরে 
থাকি মাঠে ।

জমিতে চারা উপনের উপযুক্ত 
করে তুলতে 
মাথার গাম পারে ফেলে 
কাজ করতে ।

তুলতাম চারা বীজে তলায় 
জমি থেকে 
চারা রূপন করি যেন 
বলতেন আমাকে।
 
দেখ না রঙিন ফসলের 
 ভরেছে মাঠ
 নবান্ন উৎসবে মেতে উঠেছে
পথ ঘাট।

 সেই স্মৃতি গুলো  আমার
 মনে হলে
 থাকতে কেন পারিনা আমি
 মন বলে।

 কত স্মৃতি জমা আছে
 এই পাড়া
 মিলে মিশে থাকতাম এই
  গ্রাম ঘুনিপাড়া।