খাবো আমরা কালিজিরা মধু
করোনা মারা জাদু
পান করো গরম জলে লেবু
করোনা হবে কাবু।
কাঁচা রসুন তুমি খেলে
ভাইরাস যাবে চলে।
জানো কি সব ওষুধের দাদা
নামটি তার আদা।
সবাই জানি তুলসী পাতা
বিশ্বজুড়ে খ্যাতি।
লবঙ্গ তেজপাতা হবেনা কথা
ফুসফুস হলে ব্যথা।
জেনে রাখ এলাচ দারচিনি
সকলে খাবো প্রতিদিন
যদি নাও বাষ্প পানির ভাপ
শুকনো কাশি মাপ।
করোনতে বেশি বেশি করো দান
শান্তি পাবে প্রাণ।
বাহ সুন্দর।
এই দ্রব্যগুলো সহজ লভ্য ও বহু গুণ সম্পন্ন্য হলেও আধুনিক মানুষ সহজে এর ধারে ঘেঁসে না পাছে লোকে গাঁইয়া বলে ।
আন্তরিক শুভেচ্ছা রইল কবি।
চমৎকার জীবনমুখী দেশাত্মবোধক বিবিধ কবিতা, ভাল লাগলো, শুভ কামনা রইল।
ভীষণ সুন্দর কাব্যময় উপস্থাপণায়
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
অনেক অনেক শুভকামনা রইল কবি😍😍
অনবদ্য ভাবনায় চমৎকার কবিতা।। অসাধারণ সুন্দর প্রকাশ।। চমৎকার সুন্দর নিবেদন।। ভালো লাগলো খুব।।হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় বরেণ্য কবি ভালো থাকবেন সব সময়।।
সত্যের পথে থাকি
সত্যকে ধরে চলি,
আসবে আবার সত্য
তাই সদা সত্যই বলি।
সুন্দর কবিতা। ভালো লাগলো প্রিয় কবি। সাবধানে থাকবেন।
সুন্দর চিন্তা চেতনার প্রকাশ ঘটেছে কবিতায়।পাঠে মুগ্ধ হলাম।শুভেচ্ছা রইল চিরন্তন।
সুন্দর লেখনীতে আপ্লুত হলাম প্রিয় কবি।
বেশ ভালো লাগলো।
সবকিছু মিলায় একটা অসুধ বানায় দেন না। তাইলে উপকার হয়। হাঃ হাঃ হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
মুগ্ধ হলাম প্রিয় কবি, অসাধারণ সুন্দর জীবন বাচানোর নির্দেশনা কবিতায় প্রকাশ। হার্দিক শুভকামনা রেখে গেলাম।
বাঃ বেশ সুন্দর মানবিক উচ্চারণ
চমৎকার অনুভবের ছোঁয়ায় অপূর্ব নিবেদন
শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় কবি
ঘরে থাকুন সুস্থ থাকুন।