কত পথিক পথ হারিয়ে
বেঁকে যায়
কিভাবে নিবে পথিক আজ
ভুল পথের দায়।


চেনা পথ ছিল পথিকের
হয়ে গেছে অচেনা
চেনা মানুষ গুলো কখন যে
হয়ে যায় অজানা।


মনের মত মানুষ গুলো
যায় হারিয়ে
অচেনার মাঝে চেনা মুখ গুলো
দেয় নাড়িয়ে।


চার পাশে শুনেছি শুধু
না খাওয়ার কান্না
কত রাত কেটেছে তাদের
হয়নি কোন রান্না।


কেউ দেখি না তাকিয়ে আমরা
রাস্তার পাশে কারা
জীবন হয়ে গেছে ছেলে খেলা
আমাদের এই ধরা।


দানের নামে করেছি আমরা
কত না প্রচারণ
দান কারী হারিয়ে গেছে  
সব ছিল  অকারণ।