শক্তি আমার ক্ষমতা আমার
আরো আছে টাকা,
ভুল করিলে বিচার চাইলে
হবে না ভাল থাকা।


যদি বলি দিনকে রাত
মানতে হবে তাই,
রায় হবে আমার কথায়
আমি জ্ঞানী নেতাই।


অন্যায় হলে মানতে হবে
আমি যা চাই,
এই তল্লাতে আমার মতো
জ্ঞানী নেতা নাই।


আমার মত নেতা নাকি
চলবে পায়ে হেঁটে,
বিলাস বহুল গাড়ি থাকবে
যাব আমি ঘাটে।


গাড়ি থেকে নেমে আমি
লোকের ভিড় চাই,
নীতি কথা বলি আমি
বাস্তবে তা নাই।


নেতা আমি আমার কথায়
সব কিছু চলে,
যেমন নাচাবো তেমন নাচবে
আমার ক্ষমতা বলে।