নজরুল নইকো আমি
আমি বাংলার বুলবুল
এপার ওপার দুই বাংলায়
রাখবো না কোন কুসংস্কার।


বর্ণমালাতে ফুটাতে চাই
স্বল্পভাষী অমর সুর
যুদ্ধে মাতা  অতি
জ্ঞানের  সীমান অপ্রাচুর্য।


বিবর্তন যাহার ভুলের মাঝে
সারা জীবন করবে ভুল
জীবন নির্বাসন অমান্য করলে
ঝরে যাবে নবজীবনের ফুল।


সবার চোখে এই বুলবুল
জড়তা অতি নিঃসহায়
জীবন বৃক্ষ চলছে বেড়ে
সুদন লাভ দূর সীমানায়।