কচি পাতা ঝরে পড়ে
কালের বিবর্তনে,
বিধাতার নিয়মে চলছে
সব একই আবর্তনে।


প্রকৃতির ভয়ে আমরা সব
বদ্ধ থাকি ঘরে,
পাপের বোঝা হালকা হলে
দিবে মুক্ত করে।


বিধাতার মার দুনিয়ার বাড়
হয়না কেনো স্মরণ,
ভবের মেলায় জমে রইলাম
হবে একদিন মরন।


সবার যাচ্ছে খারাপ সময়
মানুষ মাঝে বৈষম্য,
জগৎ মাঝে কালো ছায়া
কেনো আমরা অদম্য।


ভেবে দেখেছ মানুষ তোমরা
এসব তোমার সীমালংঘন,
সময় থাকতে  ক্ষমা চাও
করো না  নিয়মলঙ্ঘন।