তোমার কাজল ভরা নয়নের দিকে
চেয়ে থাকি রাখি মনের ধারে তোমাকে।
সাজানো ফুলের সজিব বাগান তুমি
তোমাকে  যে দেখে আসি বারে বারে আমি।
তোমার এই রঙিন আচলের মাঝে
বেঁধে রেখো তুমি রঙিন মনের সাজে।
চতুৱ র্দিকে আজ যে নব সাজ দেখি  
হাজারো বনরাশি জেগে উঠেছে দেখি।


এই জগতে ভালো আজও কত খুশি
দেখি আমি আজ তোমার নয়নে হাসি।
তোমার বিকশিত যৌবন খানি হায়
আমি যেন দেখি আজ এই সীমানায়।
তোমার কাজল নয়নে দেখি স্বপন
আমাকে যে রাখা দায় তুমি যে আপন।