আমার নিরবতা দেখে ভেবোনা
যেন আমি দুর্বল
শত আঘাতের পরেও আমি
নিজেকে রেখেছি সবল।


নানা কৌশলে কথা গুলো
পারিনা বলতে
কারো দুয়ারে টাকাই না
  শক্ত মনকে গলাতে।


বিশ্বাসে ভরা অবলম্বন সে
চাইনা তো দুঃখ
শত চেষ্টা করেও তুমি
নিতে পারোনি সুখ।


ধর্মের কল বাতাসে নড়ে
আজও তাই হবে
কোনটা সত্য কোনটা মিথ্যা
জ্ঞানীরাই বুঝবে।


সময়ের আমি বন্ধু হব
শক্তিতেই আশ্বাস
সৎ পথে থাকবো আমি
  হবেনা সর্বনাশ।