আকাশের বুকে মেঘ বালিকায়
চলছে সাদা ভেলা,
টাপুর টুপুর ছন্দের তালে
করছে কতো খেলা।


রোদ-বৃষ্টির খেলার মাঝেতে
পানিতে বিলে ভরে,
খেলা শেষে রাখাল ছেলে
ফিরছে  তারা ঘরে।


বৃষ্টি ভেজা গায়ে রাস্তা
ভয়ে কাঁপে যে  বুক
মনটা আমার আশায় আছে
সূর্য মামা আজ উঠুক।


কদম ফুলের বাহার দেখো
শাপলা ফুল যে বিলে,
গাঁয়ের মাঝি মাছ ধরিতে
সুখ পায় গান গাহিলে।


নদীর বুকে জোয়ার এসেছে
আপন বেগে চলে,
নৌকার মাঝি চাঁদনী রাতে
মনের কথা বলে।