এই শহর ছেড়ে আবার যাবো  গ্রামে
সেই দিনের সেই স্মৃতি গুলো
আবার ভালোবেসে গ্রামের কথা ভালো
মনে পড়ে হাসি মাখা মুখ গুলো।


গ্রামের  পানি ভালো মায়ের মত মাসি
গ্রামের ঘর দুয়ারে সবুজ প্রাণের হাসি
শীতের সকালে মিষ্টি রোদে বসে
খেজুর রসের পিঠা বড় ভালোবাসি।


গ্রামের ঝিলে শালুক ফোটে
গ্রামের মাঠে ঘাটে সোনালী ফসলে
খুঁজে পাবে নাতো এমন সোনার গ্রাম।
এ যেন প্রাণের গ্রাম মনের কথা বলে।


গ্রামে মায়ের কোলে প্রাণের কত ধন
গ্রামে গল্প কত আপন গৌরব
জীবন ভর ভালোবেসে এই মন
সকাল সন্ধ্যা মিলে পাখিদের কলরব।