সকাল বেলায় উঠে আমি
শুনিলাম বাবা-মার কথা
তাদের কথা গুলো শুনে
মনে লাগে ব্যথা।


থেকেছি কত যে রাত অনাহারে
জানতো না পারার লোকে
পাতিনি হাত অন্যের দুয়ারে
থাকি আশা নিয়ে বুকে।


শুনেছি পরিশ্রমে ধন আনে
পূর্ণে আনে সুখ
  আমাদেরও ধন আসিবে
থাকবে না দুঃখ।


মনে হয় সেদিনের কথা
দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে
এক মুঠো চাউল নেই ঘরে
দেখেছি কষ্ট কাকে বলে।


সংসারে দেনার দায়ে আজও
কোন রকম চলা
যাহা কিছু করিয়াছি উপার্জন
হেলায় খেলায় গেল বেলা।