ভাঙা একটি কুঁড়ে ঘর
এই ঘরে থাকি বছর ধরে
রাত্রিবেলায় চাঁদমামা
এসে আমাকে আদর করে।


এই ঘরেতে জন্ম আমার
কত আপন এই ঘর
এই ঘরকেই বুকে ধরে আজ
কেটে গেছে কত বছর।


দূর আকাশে বিদ্যুৎ চমকায়
ভয়ে কাঁপে বুক
এবার বুঝি ভেসে যাবে
আমাদের এই ভিটা টুকু।


অনেক কষ্টে বাবা দিয়েছিল
এই ঘর খানি হায়
অনেক বছর পেরিয়ে গেছে
তাঁরা দেখা যায়।


মা আমাদের জড়িয়ে ধরে
নিয়ে বসে থাকে
বাবার চোখে পানি ঝরে
বলতে নাহি পারে কাউকে।


সেই দিনের সেই স্মৃতি
আজও মনে পড়ে
কষ্টের দিনগুলো আজ
স্মৃতির পাতায় রবে পড়ে।