আতঙ্ক আর সবার মনে
পুরো দেশজুড়ে
অভাবের মাঝে মধ্যবিত্ত যারা
কেমনে থাকব নীড়ে।


সাগর যেমন উত্তপ্ত হয়
মনে জোয়ার বয়
আতঙ্কের মধ্যে আমরা সবাই
কেমনে ঘরে রয়।


পাহাড় সমান দুঃখ আমার
পড়বে বুঝি গায়
চতুর যতই থাকি না আমরা
মন কি ভরসা পায়।


ভাঙ্গা গড়া এই জীবনে
তরী যাই বেয়ে
এভাবে আর কতদিন চলবে
আতঙ্কের গান গেয়ে।