তুমি কে, এতদিন ছিলে কোথায়,
আগে তো দেখিনি।
তুমি কি প্রেম আগে তো আসনি।
তোমায় পেয়েছি ভোরের বকুল
ফুলের সুবাসে।
তোমাকে পেয়েছি উত্তপ্ত দুপুরে
দক্ষিণা হিমেল বাতাসে।
তোমাকে পেয়েছি বসন্তের কোকিলের
কন্ঠে সুরের তালে।
তোমাকে পেয়েছি পলাশের লালে,
গোধূলী লগ্নে, প্রশ্বাসে, অনুভবে।
তোমাকে পেয়েছি পদ্মফুলে বিলে
ডুবু ডুবু শালুকের দেশে।
কুমড়ী বিলে পানা ফুলে সবুজ ও  
বেগুনির  রূপে।
রাতের আঁধারে হাসনা হেনা ফুলের সুবাসে।
তোমায় খুজে পাওয়া যায়, অনুভবে
নদীর মোহনায়।
কত কবি কবিতা লেখে কবির মন পাড়ায়।
লেখক এর লেখার বাজে,
শিল্পীর রং তুলিতে।
তোমাকে খুঁজে পাওয়া যায়, ঘুমের ঘরে কল্পনার রাজ্যে।
তোমাকে খুঁজে পাওয়া যায়, সোনালী ধানে কৃষকের হাসিতে।
চাঁদের আলোয় ঘুম পাড়ানি গানে।
তোমাকে  খুঁজে পাওয়া যায় রাগ অনুরাগে।
তোমার পরিপূর্ণতা  দুটি  মনের মিল বন্ধন  
হৃদয়ের স্পন্দনে।