কয়েকটি মাস ছিলাম সুখে
গ্রামের সকলে সাথে মিলেমিশে।
দিন গুলো কাটত সুখে
গল্প করতাম সকলে মিলেমিশে।


ভয় আমাদের বুকটা কাপে
নদীতে পানি বেড়েই চলছে।
বসত ভিটা ছাড়তে হবে
রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে।


আকাশটা কালো মেঘে ঢাকা
বৃষ্টি পড়ছে মুষল ধারে।
গ্রামে সকলে আতঙ্কে আছে
জানি না আমাদের কি হবে।


বসত বাড়িটা এবার বুঝি
নদীর স্রোতে ভেঙ্গে যাবে।
একে একে কয়েকটি বছর
ভেঙ্গেছো আমাদের এই বসত বাড়ি ঘর।


নদীরে  তুই একটু দয়া কর
ভাঙ্গিস না আর বাপের ভিটা টাকে।
নদীরে তর কি মায়া হয় না
গ্রামের এই মানুষ গুলোর দিকে।