তোমার ভালবাসায় এত কষ্ট
জানলে আগে ভালোবাসতাম না।
অল্প বয়সে আমার এত কষ্ট
বন্ধু আমার এই প্রানে সহেনা।


কাঠ পুড়িলে যেমন কয়লা সে
তেমনি কয়লাটা পুড়ে ছাই সে।
এমন পোড়া পুড়লি যে আমাকে
আমার পোড়ার কোন চিহ্ন নাই।


আমি যে মরার মত বেঁচে আছি
বুকেতে  নিয়ে বিরহের যন্ত্রনা।
আস্তে আস্তে তোমাকে সব দিলাম
দিলাম আমি তোমাকে দেহ-মন।


তুমি ছাড়া আমার দিনটা কাটে
আজ আমার পাগলের মতন।
তোমার এই ভালোবাসার জন্য
আমার যে মানকুল রইল না।


যত্নে গড়া পোষা ময়না আমার
আমার যেকোন পোষ্ট মানল না।
পাখি খাঁচাটা ভেঙে চলে গিয়েছে
পাখি কোনদিন আমার ছিল না।