হৃদয়ের ঐ গহীন অরণ্যে যেনো  শ্রাবণের  প্রান্তর,
কোন অজানা সুখে আশায় বরষা অঝোরে  ঝর।


স্পর্শ  কাতর  সিক্ত বাসনা বধু মুক্ত বাতাসে,
প্রকৃতির সাথে মিশে গিয়ে মিষ্টি করে হাসে,


পড়ন্ত রবি  হাতছানি দেয়  ঐ  সন্ধ্যা বেলা,
মনটা তাহার মেতে উঠে  কোন রঙের মেলা,


মৃদ বাতাসে কল কল শব্দে ভরে গেছে জলে,
আনমনে বসে বধুর মনে  কত কথা চলে।


মেঘ বালিকা নিয়ে গেছে  তোমার বার্তা খানি,
জমা  কথা পৌছে দিবে  জানি সে তো জানি।


গায়ের বধু  প্রহর গুনে  বসে বাতায়নে,
কত কথা স্মৃতির পাতায়  ভাবে আনমনে।


প্রিয়া আমার পেয়ে যাবে  আজ মিষ্টি আলাপন,
মেঘ বালিকা আনবে বার্তা বধুর মনটা উচাটন।


শ্রাবণ আবার আসবে ফিরে থাক না মোর পাশে,
হায় রে অবুঝ  মনটা আমার প্রকৃতির সাথে মিশে ।