প্রতারণা আজ নিত্য সাথী
মানবের মাঝে মিশে,
ভয় নাই তো মানুষের মাঝে
মেতে আছে দংশে।


ছোট বেলায় খেলছি আমরা
প্রতিশ্রুতি খেলা,
হেরে গেলে ভুলে গেছি
সকল ছেলে খেলা।


প্রতারণা শিখে গেছি
ছোটবেলা থেকে,
বড় হয়ে আমরা দেখো
ভুলিনি অনেকে।


ভালো মানুষের ভিড়ে পাবে
মন্দ লোকের দেখা,
ছোট্ট থেকে ছিল তাদের
অনেক কিছু শেখা।


দুই দিনের এই দুনিয়ায়
প্রতারণা ছাড়ি,
হিসাব একদিন দিতে হবে
ছেড়ে গাড়ি বাড়ি।