ভাইরাসের ভয়ে আমরা সব
আতঙ্কে আছি ভাই,
বানের পানিতে বন্দী আমরা
চলার উপায় নাই।


কতো মানুষ ভূমি ছাড়া
চাই যে একটু নীড়,
বানের জলে কেড়ে নিচ্ছে
পায়না খুজে তীর।


গরীব-ধনী সবার দেখো
নাই যে কোনো ঘর,
চাল ডাল সবার  ভেসে গেলো
বানের জলে ডর।


একি বিপদ মানবের মাঝে
মনে লাগে ভয়,
কোন পাপে এমন শাস্তি
কি যেনো কি হয়।


এই জগৎতের শ্রেষ্ঠ মানব
আমরা হব শেষ,
ক্ষমা করো প্রিয় বান্দাকে
থাকি যেনো বেশ।