সারাদিন এই রং তামাশাতে
তাতে কী যায় আসে।
আমার প্রচুর ধন সম্পত্তি
নাহি কাউকে পরোয়া করি।
সকাল হয় দুপুর বেলাতে
সংসারের কাজকর্ম যায় অতলে।
কর্মচারী নিয়ে দেয় গল্প জুড়ে
লুঙ্গিটা পরে মাটিতে ফেলে।
মুখেতে পান চিবিয়ে সে
বুক ফুলিয়ে চলাফেরা করে।
বউ যে তাহার সোনার চান
অহংকার করিয়া চলাফেরা করে।
যাহা ছিল মূলধন শেষ করে ফেলে
বউকে বলে নেই উপায়
সম্পত্তি বিক্রি করতে হবে
একে একে সব সম্পত্তি
বিক্রি করে সে।
বাড়ি ভিটা ছাড়া তাহার
নাই কিছু এই ভবে।
দেনার দায়ে সে বসতভিটা
বিক্রি করে ফেলে।
সংসার চলে তাহার অন্যের
বাড়িতে কাজকর্ম করে।
বাকি জীবন কাটায় সে
পরের বসত বাড়িতে।
অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ।
সুন্দর প্রেক্ষাপট । অফুরান শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।
শুভ রাত্রি ।
শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি......
কবির জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
পরম করুণাময়ের কৃপায় সদা ভালো থাকুন এই কামনা করি।
জীবনকে করে বেরঙ।
শুভেচ্ছা অনন্ত।
ভালো থাকুন প্রিয় কবি।অসংখ্য শুভেচ্ছা রইল।