মায়ের সেই  ছোট রাজকন্যা
ডাকছে মা বলে
এইতো সেদিন এক পা দু পা করে
হেঁটে ছিল।


বলতে পারতো না কথা
আটকে যেত
অগোছালো কথার মাঝে থাকতো
সবাই মেতে।


মা তাহার প্রথম শিক্ষক
ভুলবে কেমনে
ন্যায়-নীতি শিক্ষা গুলো
রেখেছে মনে।


একে একে কত বছর
গেছে পেরিয়ে
মেয়ের গুনোগান করে মা
পাড়ার লোক নিয়ে।


মেয়ের আজ বিয়ে হয়েছে
আসে অনেক দিন পরে
রাজকন্যা চলে যায় দেখি
গ্রামের পথ ধরে।


দু চোখের জল গড়িয়ে পড়ে
আচল দিয়ে মুছে
মায়ের ভালোবাসা এমনই হয়
দাঁড়িয়ে থাকে পিছে।