সোনা মানিক বলো কথা
মনটা কেনো ভার,
হাতি ঘোড়া কিনে দেবো
রাগ করোনা আর।


আমায় তুমি খুলে‌ বলো
নাই যে কোনো ভয়,
হাত ঘোরালে পেয়ে যাবে
একটু বললে হয়।


বলো আমায় এনে দেবো
আকাশের ঐ  চাঁদ,
কানামাছি খেলব আমরা
আমাদের  ঐ ছাঁদ।


কাল যে আবার মেলা হবে
‌তুমি যাবে কি,
সোনা-মানিক হেসে বলে
বাবা সত্যি  কি।