রাখাল ছেলে সকাল বেলায়
একলা কোথায় যাও,
আষাঢ় মাসে বৃষ্টি আসে
ছাতা তুমি নাও।


রোদ-বৃষ্টির খেলার মাঝে
ভিজে যাবে ভাই,
আষাঢ় মাসে বৃষ্টির খেলা
সঙ্গে ছাতা চাই।


দক্ষিণ আকাশে মেঘ জমা
তোমার নয়তো  সুখে,
বৃষ্টির মাঝে বেড়ে ওঠা
জীবন আমার দুখে।


মাঠের পর মাঠ পেরিয়ে
সঙ্গে আমার লাঠি,
গরু ছাগল শুনে কথা
যেনো পরিপাটি।


সকাল বেলায় মাঠে যাও
আসো সাঝের বেলা,
শত বিপদের মাঝে তুমি
কাজের করোনি হেলা।