বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্র
বাংলা সাহিত্যের রবি,
সাহিত্য জগৎতে তুমি মহান
তুমি বিদ্রোহী কবি।


তোমার তুলনা শুধু তুমি
ছিলে তুমি উৎসাহী,
লেখায় ছিল দুঃখ বেদনা
লেখায়  ছিল বিদ্রোহী।


আগুন ঝরা লেখা তোমার
সাহিত্যের অমূল্য ধন,
জাত ভেদাভেদ ভুলে সবাই
ছিল সমাজ বন্ধন।


বাংলা সাহিত্যে আসবেনা আর
তোমার মত রবি,
বাংলার ইতিহাসে এমন প্রতিভা
হবেনা কোন কবি।


বাংলার বুকে অমর হয়ে
থাকবে তুমি নজরুল,
তুমি বাংলার নয়নের মনি
তুমি বাংলার বুলবুল।