স্বাধীনতা তুমি  বাংলার  কৃষকের  
মুক্ত হাসি,
স্বাধীনতা তুমি মাথার ঘাম পায়ে ফেলা শ্রমিকের খুশি।
স্বাধীনতা তুমি কবি নজরুলের
সৃষ্টি সুখের উল্লাসে,
স্বাধীনতা তুমি মাঝি-মাল্লাদের গান ভেসে আসা মুক্ত বাতাসে।
স্বাধীনতা তুমি জাতীয় সংগীত
বিজয় পতাকা,
স্বাধীনতা তুমি শহীদ মিনারের একুশে ফেব্রুয়ারি
শিল্পীর তুলিতে আঁকা।
স্বাধীনতা তুমি মুক্ত বাতাসে
ডানা মেলে ওড়া,
স্বাধীনতা তুমি মুক্ত পাখির মতো
দেশ দেশান্তরে ঘোরা।
স্বাধীনতা তুমি গ্রামের পুকুরের খোকা-খুকি অবাধ সাঁতার,
স্বাধীনতা তুমি লক্ষ যুবকের
কাজের দক্ষতার।
স্বাধীনতা তুমি খাঁ খাঁ রোদে  ক্লান্ত পথিকের গাছের ছায়া,
স্বাধীনতা তুমি চায়ের আড্ডায় শত মানুষের  ঝোড়ো সংলাপের  মায়া।
স্বাধীনতা তুমি কালবৈশাখী
শ্রাবণ মেঘের বুক,
স্বাধীনতা তুমি চৈত্র মাসে কৃষকের
এক পশলা বৃষ্টির সুখ।
স্বাধীনতা তুমি তরুন-তরুনীর
হাতে মেহেদীর রঙ,
স্বাধীনতা তুমি বৈশাখী মেলায়
লাখো  মানুষের রঙ।
স্বাধীনতা তুমি খোকা খুকি ভাঙ্গা গলায় মিষ্টি  কথায় যায় বেলা,
স্বাধীনতা তুমি খোকা খুকি
কানামাছি রুদ্র খেলা।