অপূর্ব  ফুলেরা ছড়ায় সুগন্ধ তার
বিশুদ্ধ  পরাগ দিবসরজনী ধরে।


গাছের শাখায় মূল সেতো হাহাকার
ফুলের ঝরে গেলে কত আশা বুকের।


কথামালা সাথে প্রভাতে ভূমিকা তার
সকলকে দেয় ফুলেরা সুগন্ধ তার।


  জোসনার মাঝে সীমিত প্রমোদ করে
স্বপ্ন হেসে উঠে কেঁদে ওঠে লক্ষ বার।


স্বপ্ন বেড়ে চলে সকলের অগোচরে
বুকে ঢেউগুলো চেয়ে থাকি অভিসার।


স্বপ্ন ভাঙ্গে ঝরে কত বেঁচে থাকে আর
এভাবেই ভুল বাঁচিয়ে রাখে সংসার।


বেড়ে উঠে স্বপ্ন রূপ আমাদের ঘরে
সকলকেই মুগ্ধ করে সুগন্ধ তার।