ছয়টি ঋতু বিভিন্ন রূপে
সবুজ শ্যামল আমাদের দেশ
ফুলের সুবাস পাখিদের ডাকে
মনের আনন্দের নেইকো শেষ।


বাঁশ বাগানের ঝোপে ঝাড়ে
তারার মতন জোনাকি জলে
কি অপরূপ দৃশ্য তাহার
আমার দেশের রাত্রির আঁধারে।


গ্রীস্মের এলে বাতাসে ভাসে
আম কাঁঠালের মিষ্টি গান
বর্ষাতে মন গেল ভরে
মাঝিদের ভাটিয়ালি গান।


শরতের কাশফুল হাসে
শিউলি ফুল ঝরে  ভোরে
হেমন্তে উতাল হয় মন
আমন ধানের গন্ধে।


শীত আসলে হয় পালা গান
ভিন্ন পিঠা পুলির ছন্দে
পাতা ঝরার গান শেষে
কৃষ্ণচূড়া ওঠে মনের আনন্দে।


বসন্ত আসে রঙিন সাজে
কড়া নাড়ে ধারে
আবার জন্ম নিতে ইচ্ছে করে
এই জন্মভূমি সোনার বাংলাতে।