চোখ বুজে দেখো মানুষ
তুমি আজ কার,
সবকিছু ছেড়ে যেতে হবে
তোমাকে পরপারে।
জগতের মাঝে থাকব না
আজীবন ধরে,
ধন-দৌলত ছেড়ে তুমি
যাবে মাটির ঘরে।
জন্ম নিলে মরিতে হবে
যাবে না কেউ সাথে
সঙ্গে যাবে এক টুকরো কাপড়
আমল তোমার সাথী।
আপন তোমার নাই কেউ
বাবা-মা ভাই
আপন ঠিকানায় যেতে হবে
রেখে আসবে সবাই।
নামাজ তোমার সঙ্গে সাথী
আমল আর রোজা
সৎ কাজের ফল পাবে
কমবে ঋণের বোঝা।
আল্লাহ তুমি রক্ষা করো
করো আমাদের মাপ
গুনাগার বান্দা আমরা সবাই
দূর করো অভিশাপ।
দারুন অনুভব এর চমৎকার সুন্দর ধর্মীয় কবিতা খুব ভালো লাগলো হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।
চমৎকার অনুভবের ছোঁয়ায় অপূর্ব সুন্দর কাব্যিক নিবেদন প্রিয় কবি
শুভেচ্ছা ও শুভকামনা
ভালো থাকুন সবসময়।
দারুণ সুন্দর প্রকাশ।
চমৎকার আবেগময় ধর্মীয় কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।
দারুণ প্রকাশ
সুন্দর উপস্থাপন কবি।
হে! আল্লাহ্!
হে! পতিপালক!
আপনি দয়ালু।
আপনি আপনার সকল গুনাগার বান্দাদের গুনা
মাফ করে মানবের প্রতি রহমত বর্ষিত করুন।
অসাধারণ ছন্দময় কবিতা।শুভকামন।
মানবিক উচ্চারণে অপূর্ব সুন্দর ধর্মীয় প্রকাশ। শুভকামনা সতত প্রিয় কবি।