শীতের সকাল সাদা মেঘে
বাস্পে থাকে ঢাকা,
গাছ গাছালি বৃষ্টি ফেলে
জলে ডুবে থাকা।


শিশির ভেজা ঘাসের ডগায়
হীরের মতো জ্বলে,
সবুজ শ্যামল মাঠে দেখে
সুখের ডানা মেলে।


সূর্য মামা উঠবে বলে
আশায় বসে থাকি,
মনের আকাশ নতুন সকাল
হৃদয় দিয়ে আঁকি।


শীতের সকাল রসের হাঁড়ি
জীবে ভরে জলে,
শীতল রসে ভারি মজা
বুঝবে খেতে এলে।


শীতের সকাল মধুর স্মৃতি
সবার মনে পড়ে,
  এমন সোনার  দেশটি খুজে
পাবে নাতো ঘুরে।