ছোট্ট জীবনে চলতে চলতে
এখন শেষের বেলা,
চাওয়া-পাওয়া ভবের বাজার
ভেঙে গেলো মেলা।


এই জীবনে হয়তো হবে না
কোনো  রঙের খেলা,
হারিয়ে ফেলছি জীবন থেকে
আমার সুখের ভেলা।


চলার পথে কত পাপ আমি
করেছি এই ভবে,
কত মানুষের ক্ষতি করছি
হয়তো ছিল অভাবে।


কত অপরাধ জানিনা প্রভু
মনে তোমায় ডাকি,
কতো কিছু ভেসে আসে
এখন শুধু ভাবি।


মুক্ত হবে পাপের বোঝা
আশায় চেয়ে থাকি,
প্রভু আমায় ক্ষমা করবেন
মনে স্বপ্ন আঁকি।