হলদে ফুলে  রূপের  বাহার
চোখে নামে ক্লান্তি,
সরিষা ফুল গন্ধ ছড়ায়
সবুজ গাছে শান্তি।
হলদে ফুলের গন্ধ মাখা
প্রজাপতি ফুলে,
সরিষা ফুল মনের সুখে
হিমেল হাওয়ায় দুলে।
গন্ধে পাগল মৌমাছি দল
প্রিয় হলদে ফুলে,
নেচে গেয়ে হলদে ফুলে
বসে মধু  তুলে।
জগৎ বুকে  সার্থক জন্ম
বলে হলদে ফুলে,
গন্ধ আমি  বিলিয়ে দেই
দুলে হাওয়ার  তালে।
  মাঠে  মাঝে  ফুল বাগিচায়
সরিষা ফুলের কেশ,
দেখতে যেনো রূপের বাহার
সবুজে বাংলাদেশ।