মনের মধ্যে থাকা স্বপ্ন দিয়ে
তোমার জন্য সাজিয়ে ছিলাম ঘর
নিজের চাইতে বেশি ভালবাসতাম
তোমাকে আমি, তুমি করে দিলে পর।


বাঁশ বাগানের মাথার উপর
তারা গুলো মিটমিট জলে
পরান আমার তোমার জন্য কাঁদে
তুষের আগুন বুকে দিকি দিকি জলে।


জানতাম যদি আমি, ছেড়ে যাবে তুমি
পোষতাম না তোমায় আমার এই মনে
বনের পাখি কখনো মানেনাতো  পোষ
যতই ভালোবাসো তাকে সে তো থাকবে বনে।


নিভে যদি যায় কখনো দৃষ্টিশক্তি
হৃদয়ের চোখ দিয়ে দেখব তোমাকে
বিধাতা তোমার কাছে একটু মিনতি
পরকালে পাই যেন তাকে ।