নদীতে আজ বাইবো নৌকা
তোমাকে নায়ে বসাইয়া
তোমার চুলে  বেদে দেবো
গাছের গোলাপ  খসাইয়ে।


নদী চলে এঁকে বেঁকে
নৌকা চলে ভালো
নৌকার মধ্য খানে
তুমি চাঁদের আলো।


অবাক হয়ে তাকিয়ে থাকি
তুমি আমার জান
তারা গুলো বলে গেল
তুমি অবাক জ্যোৎস্নাপান।