শহর শহর ঢাকা শহর
রাজধানী শহর এই ঢাকা।
এই শহরে আছে অনেক মানুষ
ভালো-মন্দ দিয়ে ঢাকা।


এই শহরে চেনার মাঝে
সবই যেন অচেনা লাগে।
রিকশাওয়ালাকে ঠিকানা বললে
সবই যেন তাহার চেনা জানা।


রিক্সায় উঠে বসলে পরে  
একঘন্টা ঘুরিয়ে বলবে
মামা নাহি আমার চেনা।
পেটের দায়ে ঢাকায় এসেছি
নতুন আমি রিক্সাওয়ালা।


করিবেন আপনি আমাকে ক্ষমা।
অচেনা মানুষকে জিজ্ঞাসা করলে বলবে
সামনের মোড়ে ডানের দিকে।
কিছুদুর যাওয়ার পর দেখবে
টাকা-পয়সা  পকেটে নাই আর।
রাস্তা চিনিয়ে আমরা যেন আসি
রাজধানী এই ঢাকা শহরে।