বৈশাখ শেষে ফিরে এলো
প্রিয় জৈষ্ঠ মাস
মিষ্টি ফল আম কাঁঠাল
ছড়ায় তার সুবাস।
জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ফলে
যোগায় মানবের আহার
হাটের মধ্য দেখি আমি
বিভিন্ন ফলের বাহার।
পাকা ধান দেখে সবার
মন আনে সুখ
এই বার মনে হয়
থাকবে না দুঃখ।
বৈশাখ শেষে ফিরে এলো
প্রিয় জৈষ্ঠ মাস
মিষ্টি ফল আম কাঁঠাল
ছড়ায় তার সুবাস।
জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন ফলে
যোগায় মানবের আহার
হাটের মধ্য দেখি আমি
বিভিন্ন ফলের বাহার।
পাকা ধান দেখে সবার
মন আনে সুখ
এই বার মনে হয়
থাকবে না দুঃখ।
এখানে এপর্যন্ত ১৪টি মন্তব্য এসেছে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.
দারুণ দারুণ..
বাঃ অপূর্ব সুন্দর।মধু মাসের বর্ণনা প্রয়াসে বিমোহিত হলাম।দারুণ লিখেছেন।শুভেচ্ছা চিরন্তন।
চমৎকার প্রকৃথির কবিতা, ভাল লাগলো, শুভকামনা রইল।
বড়ই মানবিক কাব্য গাঁথার উপস্থাপনা।
জীবনমুখী কাব্যিকতায় মুগ্ধ হলাম।
বাঃ বেশ
শুভেচ্ছা ও শুভকামনা রইল অশেষ
ভালো থাকুন প্রিয় কবি
শুভ সন্ধ্যা।
ভালো লাগলো কবিপ্রিয়।
খুব ভাল।ভাল লাগল।