তোমাকে অন্ধকার ঘরে
থাকতে হবে একা।
ভাই বন্ধু আত্মীয় স্বজন
সকলেই রেখে যাবে একা।


দালান কোঠা পাকা বাড়ি
থাকবেনা আর জমিদারী।
দুই দিনের এই দুনিয়াতে
যতই করো বাহাদুরি।


রবেনা কোন গরীব ধনী
সবার থাকবে একই বিছানা।
সুখ শান্তি ভোগ বিলাসিতা
কিছুই তোমার রবে না।


মাটি থেকে সৃষ্টি মানুষ
মাটি তোমার শেষ ঠিকানা।
হার মাংসের সুন্দর দেহ
সবই তোমার মাটির নিশানা।


মাটির ঘর চাইবে যেদিন
দিতে হবে মাটির খাজনা।
মাটি হতে তুলিবে তোমাকে
রোজ হাসরের মালিক রাব্বানা।